বাংলাফ্লো প্রতিনিধি
চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযানে যাওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ফাঁড়ির ইনচার্জসহ পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৭ মে) মধ্যরাতে উপজেলার শিকলবাহা কলেজ বাজারের জামাল পাড়ায় হামলার ঘটনাটি ঘটে।
কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ (৫০) ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান (৩৫) সহ পুলিশের আরও কয়েকজন সদস্য আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ বাজার এলাকায় একদল দুর্বৃত্ত রাতে জমি দখলের চেষ্টা চালায়। ওই সময় একই পথে পুলিশের একটি দল বিশেষ অভিযানে যাচ্ছিল। তখন দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ইনচার্জ মিজানুর রহমান বুকে আঘাত পান এবং ওসি শরীফসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
স্থানীয়রা জানান, এ ঘটনার নেতৃত্বে ছিলেন টিটু নামে এক যুবক। তিনি বিএনপি ও যুবদলের নাম ভাঙিয়ে জমি দখলের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়।
আহত শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান এক সংবাদমাধ্যমে বলেন, ‘অভিযানে গেলে পেছন থেকে দুর্বৃত্তরা ইট-পাটকেল ছোড়ে। আমি বুকে আঘাত পাই, ওসি স্যারও আহত হন। চিকিৎসা শেষে আমি বাসায় ফিরেছি।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ এর ভাষ্য মতে, একটি বিশেষ অভিযানে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত ঘটনাস্থলে একটি ঘেরাও-ভাঙচুর চালাচ্ছিল । এসময়ে পুলিশ সদস্যরা তাদের কাছে ভাঙচুরের কারণ জানতে চাইলে দুর্বৃত্তরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাফ্লো আফি
Comments 0