বাংলাফ্লো প্রতিনিধি
সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক ও পর্যটকবাহী নৌযানের নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশ ১৭ দফা নির্দেশনা জারি করেছে।
১৭ নির্দেশনা হলো–নৌযানে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না, নৌযান চলাচলের সময় ও পানিতে নামার আগে সকল যাত্রী ও নৌযান চালককে বাধ্যতামূলক লাইফ জ্যাকেট পরতে হবে, বিরূপ আবহাওয়ায় হাওরে ভ্রমণ নিষিদ্ধ, যাত্রার কমপক্ষে ছয় ঘণ্টা আগে নির্ধারিত ফরমে মধ্যনগর থানার ডিউটি অফিসারকে অবহিত করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রতিটি নৌযান ও ঘাটে ময়লা ফেলার জন্য ডাস্টবিন রাখতে হবে, নির্ধারিত স্থান ছাড়া কোথাও আবর্জনা ফেলা যাবে না, স্থলভাগের নিকটবর্তী অবস্থানে উচ্চশব্দে মাইক বা সাউন্ডসিস্টেম ব্যবহার নিষিদ্ধ, নৌযানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, ব্যক্তিগত মালামাল ও অর্থের নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করতে হবে।
এ ছাড়া নোঙ্গরস্থলে অপরিচিত ব্যক্তিদের থেকে সতর্ক থাকতে বলা হয়েছে, প্রতিটি নৌযানে অগ্নিনির্বাপক যন্ত্র থাকতে হবে, গ্যাস সিলিন্ডারের সংযোগ লিক রয়েছে কিনা তা যাচাই করতে হবে। বিআইডব্লিউটিএ থেকে লাইসেন্সপ্রাপ্ত নৌযান ব্যবহার করতে হবে, ব্যবহৃত জেনারেটরের কার্যকারিতা নিশ্চিত করতে হবে, নৌযানে অতিরিক্ত একটি ইঞ্জিন রাখতে হবে, আবহাওয়ার খবর জানার জন্য রেডিও রাখতে হবে, শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরের পরিবেশ সংরক্ষণ, নৌ দুর্ঘটনা রোধ, জনদুর্ভোগ কমানো এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই নির্দেশনা দেওয়া হয়েছে।’
বাংলাফ্লো/আফি
Comments 0