বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে দেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে। মঙ্গলবার (৩ জুন) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
রেলওয়ের ঈদযাত্রা বিষয়ক কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের দিন কোনও আন্তঃনগর ট্রেন চলবে না। ওইদিন ‘রেক ব্যালেন্সের’ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে মেইল এক্সপ্রেস ট্রেন চালানো হবে বিশেষ ব্যবস্থায়।
এ ছাড়া ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামাল দিতে আগামীকাল ৪ জুন থেকে ১০টি ঈদ স্পেশাল ট্রেন চালু হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, সময়মতো ট্রেন চলাচল নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ জংশন ও স্টেশনগুলোর পাশাপাশি সিগন্যাল কেবিনে কর্মকর্তাদের মাধ্যমে সরাসরি তদারকি করা হচ্ছে। দুর্ঘটনা রোধ ও সিডিউল ঠিক রাখতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
রেল ব্রিজগুলোর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারির পাশাপাশি সিগনালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোন দুর্ঘটনায় তাৎক্ষণিক সহায়তা হিসেবে দুর্ঘটনাস্থলে পাঠানোর জন্য রিলিফ ট্রেনগুলোও সার্বক্ষণিক প্রস্তুত আছে।
বাংলাফ্লো/আফি
Comments 0