বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়া হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এমনই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (৪ জুন) বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ নির্বাচন ভবনে কমিশনের ষষ্ঠ বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।
জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার জন্য আদালতের আদেশের বিষয়ে তিনি বলেন, প্রতীকের বিষয়টি আমরা বিবেচনায় নিয়ে নিয়েছি।
একই প্রজ্ঞাপনে ২০০৮ সালে দলটিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছে। এছাড়া আরপিও অনুযায়ী প্রতীক কোনো দলকে বরাদ্ধ দিলে সেটি সেই দলের জন্য সংরক্ষিত থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতীকসহই নিবন্ধন ফিরে পাবে।
তিনি আরও বলেন, ডিএসসিসি নির্বাচন নিয়ে আপিল বিভাগের পর্যবেক্ষণ বিশদভাবে দেখেছি। আমরা রেফারেন্সগুলোও দেখেছি। আমরা মনে করি গেজেট প্রকাশ করার মধ্যে ইসি তার কাজ সম্পন্ন করেছে।
বাংলাফ্লো/এনআর
Comments 0