জেলা প্রতিনিধি
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
নিহতরা হলেন—ওই এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০)। তিনি ছিলেন অবসরপ্রাপ্ত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তার ছেলে সায়েম তপদার (২৩)। সে শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আব্দুর রব তপদার তাদের বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যান। পার্শ্ববর্তী একটি দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের বৈদ্যুতিক ক্যাবল ছিড়ে পানিতে পড়ে ছিল। একপর্যায়ে সেই ক্যাবলে আব্দুর রব তপদার জড়িয়ে স্পৃষ্ট হয়ে কাতরাতে থাকলে ছোট্ট একটি মেয়ে তার ছেলে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে বাবাকে আগলে ধরলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাদেরকে বিল থেকে উদ্ধার করে ২৫০ শয্যার চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, আমার বোনের জামাই ও ভাগিনা পাট জাগ দিতে গিয়ে বিদ্যুতের ছেড়া তারে স্পৃষ্ট হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তারপরও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, মরদেহ দুটি পুলিশের হেফাজতে রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0