স্পোর্টস ডেস্ক
ঢাকা: সৌদি আরবের ক্লাব ফুটবলে আরেকটি আলোড়ন তোলা খবর। সাবেক আল হিলাল কোচ জর্জ জেসুস এবার যোগ দিচ্ছেন প্রতিদ্বন্দ্বী ক্লাব আল নাসরে। সবকিছু চূড়ান্ত হয়ে গেছে—চুক্তির কালি শুকাতে না শুকাতেই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে তাকে উন্মোচন করতে যাচ্ছে নতুন প্রধান কোচ হিসেবে।
পর্তুগিজ এই কোচের আগমনকে ঘিরে ক্লাবের ভেতরেও ইতিবাচক সাড়া পড়েছে। সবচেয়ে বড় কথা, দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও দিয়েছেন সম্মতি। জেসুসকে কোচ হিসেবে গ্রহণে তার কোনও দ্বিধা ছিল না বলেই জানা গেছে ঘনিষ্ঠ সূত্রে।
৬৯ বছর বয়সী জেসুসের সৌদি অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি আল হিলালের ডাগআউটে দাঁড়িয়েছেন এবং নিজের ফুটবল দর্শন দিয়ে সফলতাও এনে দিয়েছেন। এবার সেই অভিজ্ঞতা আর সুনাম কাজে লাগিয়ে আল নাসরকে এগিয়ে নিতে চান তিনি।
আনুষ্ঠানিক ঘোষণা খুব শিগগিরই আসছে বলে ক্লাবসূত্র নিশ্চিত করেছে। সব ঠিকঠাক থাকলে নতুন মৌসুমে রোনালদোদের ডাগআউটে দেখা যাবে অভিজ্ঞ এই পর্তুগিজকে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0