স্পোর্টস ডেস্ক
ঢাকা: সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টেস্টে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন ড্যারেন স্যামি। যে কারণে তাকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ওয়েস্ট ইন্ডিজের কোচ স্যামিকে শাস্তি হিসেবে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ করা হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
ঘটনা বারবাডোজ টেস্টের দ্বিতীয় দিনের। দুটি সংশয়পূর্ণ আউট নিয়ে সমালোচনা করেছিলেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ক। যার একটিতে এলিবিডব্লিউ হয়েছিলেন রোস্টন চেইস। রিভিউয়ে আল্ট্রা-এজ দেখার সময় বেশ কিছু স্পাইক দেখা যায়। তবে বল ব্যাটে লাগার কারণে নাকি অন্য কোনো উৎস থেকে ওসব স্পাইক, তা বোঝা পরিষ্কার বোঝা যায়নি। টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টক বহাল রাখেন মাঠের আম্পায়ারের আউটের সিদ্ধান্ত।
অন্যটি শেই হোপের ক্যাচ। যা নেন কিপার অ্যালেক্স কেয়ারি। তবে বল মাটি স্পর্শ করেছিল কি না, নিশ্চিত হতে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হয় সিদ্ধান্ত। এবারও আউট দেন টিভি আম্পায়ার হোল্ডস্টক। যা নিয়েই আম্পায়ারের সমালোচনা করেছিলেন স্যামি।
তিনি বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি আসলে প্রক্রিয়াটা কী। আমরা কেবল ধারাবাহিকতা আশা করতে পারি। স্রেফ এটাই আমরা চেয়েছি। যখন কোনো কিছু নিয়ে সংশয়ের অবকাশ থাকে, সব বোর্ডের ক্ষেত্রেই যেন একই ধারাবাহিকতা থাকে। এমন কোনো অবস্থায় কেউই পড়তে চায় না, যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ার নিয়ে ধন্দে পড়ে যেতে হয় যে, ‘সে কি এই দলের বিপক্ষে?’ এরকম যখন একটির পর একটি সিদ্ধান্ত দেখা যায়, তখন এই প্রশ্নই উঠে যায়।”
তিনি আরও বলেন, ‘আমি খেয়াল করেছি, বিশেষ করে এই আম্পায়ার… আমার সঙ্গে তার কিছু একটা শুরু হয়েছে ইংল্যান্ড থেকেই। ব্যাপারটি খুবই হতাশাজনক। আমি স্রেফ চাই, সিদ্ধান্ত গ্রহণে যেন ধারাবাহিকতা থাকে।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0