Logo

ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের

সমাবেশে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আজ স্মারকলিপি দেওয়া হচ্ছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিল না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।

সোমবার (২জুন) সকালে সচিবালয়ে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে এই কথা জানানো হয়।

ঐক্য ফোরামের প্রতিনিধিরা বলেন, এই আইন দেশের স্বার্থে হয়নি। ঘুষ দুর্নীতিকে উৎসাহিত করতে করা হয়েছে। এটা কর্মচারি ও সরকারি বান্ধব আইন নয়।

স্বল্প সময়ের মধ্যে অধ্যাদেশ সম্পূর্ণ বাতিলের জন্য প্রধান উপদেষ্টা কাছে দাবি জানিয়ে তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে সেটা বুমেরাং হবে।

সমাবেশে জানানো হয়, আগামীকাল মঙ্গলবার অর্থ ও আইন উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। আজ স্মারকলিপি দেওয়া হচ্ছে স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে।

গত ২৫ মে রাতে সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ জারি করে সরকার। অধ্যাদেশ বাতিলের দাবিতে দশ দিন ধরে আন্দোলন চলছে সচিবালয়ে।

সচিবালয়কর্মকর্তাকর্মচারীঐক্য ফোরামের কো চেয়ারম্যানবাদিউল কবীর বলেছেন

‘কর্মকর্তা কর্মচারীদের অন্ধকারে রেখে এ অধ্যাদেশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। অবিলম্বে এ অধ্যাদেশ বাতিল করতে হবে।‘

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0