Logo

সোমবার ২ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা

সরকারি চাকরি অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে আগামীকাল সোমবার (২৩ জুন) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা।

রবিবার (২২ জুন) সচিবালয়ের ভেতরে বিক্ষোভ কর্মসূচি পালন করে এই কর্মবিরতির ঘোষণা দেন সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম।

এর আগে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে অর্থ মন্ত্রণালয়ের নিচ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কর্মচারীরা। বিক্ষোভ মিছিল নিয়ে কর্মচারীরা সচিবালয়ের বিভিন্ন দিক প্রদক্ষিণ করেন।

অবৈধ কালো আইন মানি না, মানব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ফ্যাসিবাদী কালো আইন মানি না, মানব না, আপস না লড়াই, লড়াই লড়াই, সারা বাংলার কর্মচারী এক হও, লড়াই করো— এ ধরনের নানা স্লোগান দেওয়া হয় বিক্ষোভ মিছিল থেকে।

বাংলাফ্লো/এসকে

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0