স্পোর্টস ডেস্ক
ঢাকা: ঘরের মাঠে বাংলাদেশকে টেস্ট সিরিজে হারানোর পর ওয়ানডের লড়াইয়ে নামতে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি কাল মাঠে গড়াবে কলম্বোর আর প্রেমাদাসায়। টেস্ট সিরিজ জিতলেও টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ সহজ হবে না বলে মনে করেন শ্রীলঙ্কান অধিনায়ক।
মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে শ্রীলঙ্কা। তবে দু’দলের শেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটি এবং দু’টিতে জিতেছে লঙ্কানরা। ২০২৪ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা।
এবার ঘরের মাঠে আরেকটি সিরিজে নামার আগে সে কথাই স্মরণ করলেন লঙ্কান অধিনায়ক। ম্যাচের আগের দিন আজ মঙ্গলবার কলম্বোতে সংবাদ সম্মেলনে চারিথ আসালাঙ্কা। সবশেষ ওয়ানডে সিরিজে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করে আসালাঙ্কা বলেন, এবারের হোম সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
তিনি বলেছেন, ‘(বাংলাদেশ ফর্মে না থাকায় সিরিজ সহজ হবে কি না) না না। আমি এরকমটা মনে করি না। আগে যা বললাম, প্রতিটি দলই আমাদের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশ অনেক টাফ দল, তারাও অনেক ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ সিরিজে বাংলাদেশে তারা আমাদের বিপক্ষে জিতেছে। ফলে এবার হোম সিরিজে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’
এ ছাড়া বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাপারে আসালাঙ্কা বলেছেন, ‘আসলে আমি এটার উত্তর দিতে পারছি না (মিরাজ কেমন অধিনায়ক)। প্লেয়ার হিসেবে বলতে পারি, তিনি দারুণ একজন অলরাউন্ডার। ভালো বোলার, ভালো ব্যাটার। এর বাইরে তার অধিনায়কত্ব নিয়ে আমি কিছু জানি না।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0