স্পোর্টস ডেস্ক
ঢাকা: এক টেস্টে দুই ইনিংসেই দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত কোনো ব্যাটসম্যানই এমন কীর্তির অংশীদার পারেননি।
এর আগে ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে মিরপুরে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি (১৪৬ ও ১২৪) হাঁকিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।
এবার গলে শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করলেন শান্ত। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৪৮ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে এখন পর্যন্ত অপরাজিত।
এই সেঞ্চুরিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন শান্ত। অধিনায়ক হিসেবে টেস্ট ইতিহাসে মাত্র ১৬তম ব্যাটার হিসেবে দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।
উপমহাদেশের হিসেব ধরলে মাত্র ৫ জন অধিনায়কের দুই ইনিংসে সেঞ্চুরি আছে। তারা হলেন-ধনঞ্জয়া ডি সিলভা, সুনিল গাভাস্কার, ইনজামাম উল হক, বিরাট কোহলি এবং মিসবাহ উল হক। শান্ত এবার বসলেন এই মহারথীদের পাশে।
বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি শান্তর আগে আছে কেবল একজনের। তিনিই ছিলেন প্রথম, মুমিনুল হক। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৬ এবং ১০৫ রানের দুটি ইনিংস খেলেছিলেন মুমিনুল।
বাংলাফ্লো/এনআর
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0