বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ (ফ্লাইট টিকে৭১৩) উড্ডয়নের পরপরই ইঞ্জিনে স্পার্ক (আগুনের স্ফুলিঙ্গ) দেখা দেয়ায় তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। ফ্লাইটে থাকা ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে বের করে হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল প্রায় সোয়া ৭ টায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বার্ড হিটে (পাখির সঙ্গে ধাক্কা) উড়োজাহাজটির ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। সংশ্লিষ্টরা জানান, ফ্লাইটটি সকাল ৭টা ৮ মিনিটে ফ্লাই করে মাওনার আকাশ থেকে আবার ফিরে আসে। পরে শাহজালালে সকাল ৮ টা ৩ মিনিটে জরুরি অবতরণ করে। সংশ্লিষ্টরা বলছেন, উড়োজাহাজের ডান ইঞ্জিনে (দুটি ইঞ্জিন থাকে) বার্ড হিটের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়।
শাহজালালের নির্বাহী পরিচালক রাগিব সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিমানটি উড্ডয়নের সময় পাখির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আগুনের ফুলকির মতো অবস্থার সৃষ্টি হলে পাইলট তাৎক্ষণিকভাবে জরুরি অবতরণ করেন।’
উড়োজাহাজটি এখন বিমানবন্দরের ১৫ নম্বর বে-তে পার্কিং করে রাখা হয়েছে। আর ২৯০ জন যাত্রীর সবাইকে নিরাপদে নামিয়ে এনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পাঠানো হচ্ছে। উড়োজাহাজটির বর্তমান অবস্থা পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানা গেছে। তবে পরবর্তী ফ্লায়িং টাইম এখনও নির্ধারণ করা হয়নি।
বাংলাফ্লো/আফি
Comments 0