Logo

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী ওয়ানডে স্কোয়াড ঘোষণা শ্রীলঙ্কার

বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দলই বেছে নিয়েছে শ্রীলঙ্কা।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দুই টেস্টের সিরিজ শেষ। এরপর শুরু হবে সীমিত ওভারের লড়াই। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

বাংলাদেশের বিপক্ষে বেশ শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দলই বেছে নিয়েছে শ্রীলঙ্কা। দলের অধিনায়ক চারিথ আসালাঙ্কা। থাকছেন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানার মতো তারকারা।

আগামী ২, ৫ এবং ৮ জুলাই মাঠে গড়াবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। প্রথম দুই ম্যাচ কলম্বোতে। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে কলম্বোতে।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরে ভ্যান্ডারসে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো, ঈশান মালিঙ্গা, মিলান রথনায়েকে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0