স্পোর্টস ডেস্ক
ঢাকা: গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৮ সদস্যের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট। পরশু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে ধাক্কা খেয়েছে স্বাগতিকেরা। পিঠের বাঁ পাশে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন পেসার মিলান রত্নায়েকে। গলে খেলার সময় ব্যথা পান তিনি।
কলম্বো টেস্টের দলে অবধারিতভাবে একটি পরিবর্তন আনতে হতো শ্রীলঙ্কাকে। মিলান চোটে পড়ার কারণে স্কোয়াডে দুটি বদল এনেছে তারা। গল টেস্ট খেলে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায় দুনিথ ভেল্লালাগে ও মিলানের পরিবর্তে নেওয়া হয়েছে বিশ্ব ফার্নান্দোকে।
দুনিথ ভেল্লালাগে এখন পর্যন্ত খেলেছেন একটি মাত্র টেস্ট। সেটাও প্রায় তিন বছর আগে। সাদা বলের দলে অবশ্য পরিচিত মুখ বাঁহাতি এই স্পিনার। ২৭ টেস্টে ৭৯ উইকেট নেওয়া ফার্নান্দো সবশেষ টেস্ট খেলেছেন গত বছরের ডিসেম্বরে।
শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, আসিতা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেতাসুন্দারা, দুনিথ ভেল্লালাগে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0