Logo

মিরপুরে ফেরার লড়াই চলছে তাসকিন-মোস্তাফিজদের

চলমান শ্রীলংকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও মোস্তাফিজ ও তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বিসিবির।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: বাংলাদেশ টেস্ট দল এখন শ্রীলংকায়। সাদা বলের ক্রিকেটাররা অনুশীলন করছেন মিরপুরে। রয়েছেন ইনজুরি থেকে ফেরার লড়াই করা তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে গোড়ালির ইনজুরিতে পড়েন তাসকিন। ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে এসে পুনর্বাসন প্রক্রিয়া চলছে তার।

আইপিএলে খেলতে গিয়ে আঙুলে চোট পান মোস্তাফিজ। তার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চিড় ধরা পড়ে। পাকিস্তান সফরে গোড়ালিতে চোট পান শরীফুল।

চলমান শ্রীলংকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাদের ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও মোস্তাফিজ ও তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও কিছুদিন সময় লাগবে বিসিবির।

তিন পেসারের ইনজুরি নিয়ে কাল বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘মোস্তাফিজের চোট সারতে ২১ দিনের মতো সময় লাগে। এখনো কয়েকদিন বাকি। আশা করি কোনো সমস্যা হবে না।’

তিনি বলেন, ‘তাসকিন ইংল্যান্ডে চিকিৎসক দেখিয়েছে। তার উন্নতি হয়েছে ৭০ ভাগ। আরও এক সপ্তাহ গেলে বোঝা যাবে। শরীফুল ঠিক আছে।’

পুরো ছন্দে না হলেও নেটে বোলিং করতে দেখা যাচ্ছে তাসকিনকে। শনিবার মোস্তাফিজ বল নিয়ে রানআপ করেছেন। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শরীফুলও।

তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তানজিম হাসান, নাঈম শেখরা অনুশীলন করেছেন। ছিলেন কোচ মিজানুর রহমান। এদিকে কাল ক্র্যাচে ভর করে মিরপুরে এসেছিলেন আলিস আল ইসলাম। এই স্পিনার বিসিবির অর্থায়নে উন্নত চিকিৎসা নিয়েছেন। তার বাঁ পায়ের হাঁটুতে ছিল ব্যান্ডেজ।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0