Logo

ছত্তিশগড়ে ৫০টি খেলার মাঠ বানাচ্ছে টেন্ডুলকার ফাউন্ডেশন

প্রকল্পের আওতায় সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পোর্টা-কেবিন স্কুলের ক্যাম্পাসে নির্মিত হচ্ছে এই মাঠগুলো।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ভারতের ছত্তিশগড়ের মাওবাদী-প্রভাবিত জেলা দান্তেওয়াড়ায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী ক্রীড়া আন্দোলন। জেলা প্রশাসনের উদ্যোগে এবং শচিন টেন্ডুলকার ফাউন্ডেশন ও মান দেশি ফাউন্ডেশনের সহযোগিতায় ‘ময়দান কাপ’ প্রকল্পের আওতায় গড়ে তোলা হচ্ছে ৫০টি খেলার মাঠ। এই প্রকল্পের মাধ্যমে খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোরদের জীবনে নতুন আশার আলো জ্বালাতে চায় প্রশাসন।

প্রকল্পের আওতায় সরকারি উচ্চ বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পোর্টা-কেবিন স্কুলের ক্যাম্পাসে নির্মিত হচ্ছে এই মাঠগুলো।

ইতোমধ্যেই ২০টি মাঠ নির্মাণ সম্পন্ন হয়েছে এবং বাকি ৩০টি অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা।

মাঠগুলিতে থাকছে ১৩ ধরনের খেলাধুলার সুযোগ—দৌড়, লং জাম্প, শটপুট, জ্যাভলিন থ্রো এবং ওয়াল ক্লাইম্বিং সহ বিভিন্ন ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। প্রতিটি মাঠ নির্মাণে খরচ হচ্ছে ৪ লাখ রুপির নিচে এবং ব্যবহৃত হচ্ছে স্থানীয় উপকরণ।

এই প্রকল্পের মূল অনুপ্রেরণা ছিল চলতি বছরের বাস্তার অলিম্পিক।

‘ময়দান কাপ’ এর মাধ্যমে প্রশাসন প্রত্যন্ত এলাকার শিশু ও কিশোরদের মূলধারার সঙ্গে যুক্ত করতে চায়। এই প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যেই দান্তেওয়াড়ার চিন্দনার, কাসোলি ও হিটামেটা গ্রামের মাঠ নির্মাণ শেষ হয়েছে, যার সুফল পাচ্ছে প্রায় ১০,০০০ শিশু।

শুধু খেলার মাঠ নয়, দান্তেওয়াড়ায় গড়ে তোলা হচ্ছে একটি আধুনিক ‘স্পোর্টস সিটি’। সেখানে থাকবে ক্রিকেট, ফুটবল, হকি মাঠ, সুইমিং পুল ও আবাসন সুবিধাসহ উন্নত প্রশিক্ষণ কেন্দ্র।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0