Logo

শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট অনার্স বোর্ড

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো বিসিবি টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের নাম সংবলিত একটি অনার্স বোর্ড স্থাপন করেছে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা:বিশ্বের অনেক ঐতিহ্যবাহী ক্রিকেট ভেন্যুর মতো এবার ‘হোম অব ক্রিকেট’খ্যাত শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো স্থাপন করা হলো অনার্স বোর্ড। তবে এটি ক্রিকেটারদের পারফরম্যান্স নয়, বরং তাদের পথচলার সূচনালগ্নকে সম্মান জানাতে।

বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রথমবারের মতো বিসিবি টেস্ট অভিষিক্ত ক্রিকেটারদের নাম সংবলিত একটি অনার্স বোর্ড স্থাপন করেছে। ২০০০ সালে দেশের প্রথম টেস্ট ম্যাচে অভিষেক পাওয়া খেলোয়াড়দের দিয়ে শুরু ২০২৫ সাল পর্যন্ত ১০৭ জন ক্রিকেটারের নাম এই বোর্ডে যুক্ত করা হয়েছে।

নতুন এই অনার্স বোর্ডের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

অনার্স বোর্ডটির পাশেই তৈরি করা হয়েছে স্মারক ক্যাবিনেট। যেখানে জাতীয় দলসহ বয়সভিত্তিক বিভিন্ন দলের অর্জিত ট্রফিগুলো সাজিয়ে রাখা হয়েছে।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0