স্পোর্টস ডেস্ক
ঢাকা: অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন! সেই সিদ্ধান্তেই অটল থাকলেন তিনি। কলম্বো টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ব্যবধানে হারের পর আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত।
বহুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে আলোচনা চলছিল, বিশেষ করে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারানোর পর থেকে এই গুঞ্জন আরও জোরালো হয়ে উঠেছিল।
শনিবার (২৮ জুন) ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিলেন, তিনি আর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন না।
সংবাদ সম্মেলনের শেষ অংশে একপ্রকার নাটকীয় ভঙ্গিতে শান্ত ঘোষণা দেন, তিনি সরে দাঁড়াচ্ছেন। তার ভাষ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের কল্যাণ চিন্তা করেই নেওয়া হয়েছে। শান্ত স্পষ্ট করে দিয়েছেন, কোনো ব্যক্তিগত হতাশা, রাগ বা ক্ষোভ থেকে নয়, বরং দলের বৃহত্তর স্বার্থেই তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
শান্তর মতে, একটি দলে তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়ক থাকাটা বোঝাপড়ায় বিঘ্ন ঘটাতে পারে। তাই নিজের সিদ্ধান্তকে তিনি দেখছেন একটি দায়িত্বশীল ভূমিকা হিসেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুমে তিনি অনেকদিন সময় কাটিয়েছেন, এবং সেই অভিজ্ঞতা থেকেই মনে করছেন, এখন নেতৃত্ব ছেড়ে দেওয়া সময়ের দাবি। শান্ত উল্লেখ করেছেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে তিনি বেশ কিছুদিন আগেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই তথ্য নিশ্চিত করা হয়নি। খেলার আগের দিন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীন এই বিষয়ে কিছু জানেন না বলেই মন্তব্য করেন।
২০২৩ সালের ফেব্রুয়ারিতে তিন ফরম্যাটের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শান্ত নিজেই বলেছিলেন, তিন সংস্করণে একজন অধিনায়ক থাকা উচিত। অথচ সময়ের ব্যবধানে নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে গিয়ে প্রথমে টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়েছেন, পরে বিসিবির সিদ্ধান্তে হারিয়েছেন ওয়ানডে নেতৃত্বও। জুনে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নাম ঘোষণা করা হয়, যা ছিল অনেকটা আকস্মিক।
অধিনায়ক হিসেবে শান্ত ছিলেন একজন পরিকল্পনাবান নেতা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তার কিছু সুস্পষ্ট কৌশল ছিল, এবং কোচিং স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে গড়ে তুলেছিলেন ভালো সম্পর্কও। কিন্তু সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়নের আগেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বিসিবি এই পরিবর্তনের পেছনে কোনো কারণ ব্যাখ্যা করেনি।
এ কারণেই অভিমানে টেস্ট নেতৃত্ব তিনি ছাড়লেন-এমন গুঞ্জনই ভাসছে এখন বাতাসে!
বাংলাফ্লো/এনআর
Comments 0