Logo

দলের একশ’তে রান আউট শান্ত, তানজিদের ফিফটি

ওপেনার তানজিদ তামিম ফিফটি করেছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: টস জিতে ব্যাট করা শ্রীলঙ্কাকে ২৪৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুতে ওপেনার পারভেজ ইমন ফিরে যান। অন্য ওপেনার তানজিদ তামিম ফিফটি করেছেন। তার সঙ্গে জুটি গড়ে দলের রান একশ’ হতেই রান আউট হয়েছেন নাজমুল শান্ত।

বাংলাদেশ ১৬.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা তানজিদ তামিম ৬১ রান করেছেন। তার সঙ্গী লিটন দাস। ইমন ১৬ বলে তিন চারের শটে ১৩ রান করে ফিরেছেন। শান্ত ২৬ বলে ২৩ রান করে কাটা পড়েন। 

এর আগে শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চারিথা আশালঙ্কা ১২৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন। এছাড়া কুশল মেন্ডিস ৪৫ ও জানিথ লিয়ানাগে ২৯ রান যোগ করেন। অলরাউন্ডার মিলান রত্নায়েকে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ২২ করে রান করেন।

বাংলাদেশের হয়ে বল হাতে তাসকিন আহমেদ ৪ উইকেট নিয়েছেন। অন্য পেসার তানজিম সাকিব নিয়েছেন ৩ উইকেট। স্পিন বোলিংয়ে তানভীর ইসলাম ও নাজমুল শান্ত একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0