বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: অনেকটা হঠাৎ করেই বেসামরিক বিমান কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
মো. মঞ্জুর কবীর ভুঁইয়াকে বিমানবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। তবে ঠিক কি কারণে তাঁকে প্রত্যাহার করা হলো তা জানানো হয়নি।
প্রজ্ঞাপন জারির সময় তিনি কক্সবাজারে অবস্থান করছিলেন। সফরসূচি অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের কথা রয়েছে তাঁর।
মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বেবিচক চেয়ারম্যানের পদে আসেন গত বছরের ৯ আগস্ট। তিনি দীর্ঘদিন চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির এয়ার অধিনায়ক ছিলেন।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0