স্পোর্টস ডেস্ক
ঢাকা: টি-টোয়েন্টিতে এবারই প্রথম দেখা গেলো তিনটি সুপার ওভারের! রেকর্ড গড়া সেই সুপার ওভার পার করেই ত্রিদেশীয় সিরিজে নেপালকে পরাজিত করেছে নেদারল্যান্ডস।
গ্লাসগোতে সোমবার শুরুতে ৭ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল ডাচ দল। একটা পর্যায়ে তাদের জয়ই সম্ভাব্য মনে হচ্ছিল। কারণ শেষ ওভারে নেপালের প্রয়োজন ছিল ১৬ রান! কিন্তু নন্দন যাদব শেষ বলে বাউন্ডারি মারায় স্কোর হয়ে যায় টাই। তখন খেলা গড়ায় সুপার ওভারে।
সেই সুপার ওভারেই ঘটে একের পর এক নাটকীয়তা। প্রথমবার নেপাল ১৯ রান তোলে। জবাবে নেদারল্যান্ডসের হয়ে ম্যাক্স ও’ডাউড শেষ বলে ছক্কা মেরে স্কোর আবার সমান করে ফেলেন। তার পর দ্বিতীয় সুপার ওভারেও ঘটে একই ঘটনা। অথচ এতদিন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ দুই সুপার ওভারের ঘটনা অতীতে ছিল একটি। গত বছর ভারত-আফগানিস্তান ম্যাচে সেটা হয়েছিল।
দ্বিতীয় সুপার ওভারে নেদারল্যান্ডস শুরুতে ব্যাট করে ১৭ রান সংগ্রহ করে। জবাবে নেপাল সমান স্কোর করে আশা বাঁচিয়ে রাখে। শেষ বলে এবার ছক্কা মারেন নেপালের দীপেন্দ্র সিং এইরি। তার ছক্কার পরই টি-টোয়েন্টিতে প্রথমবার তৃতীয় সুপার ওভারে ম্যাচ গড়িয়েছে।
অবশ্য আগের দুই সুপার ওভারে নেপাল যতটা নাটকীয়তার জন্ম দিতে পেরেছে, শেষবার পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। কোনও রানই সংগ্রহ করতে পারেনি। জবাবে ডাচদের জয়ের জন্য প্রয়োজন পড়ে মাত্র এক রান। মাইকেল লেভিট ছক্কা মেরে সেই জয় নিশ্চিত করেছেন। তাতে শুরুর ম্যাচে স্কটল্যান্ডের কাছে পরাজিত হওয়া ডাচরা দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0