জেলা প্রতিনিধি
সুনামগঞ্জ: টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউসবোট চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।
রবিবার (২২ জুন) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।
এতে বলা হয়, পরিবেশগত ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকৃতিক পরিবেশের ক্ষয়ক্ষতি ঠেকাতে হাওরের ওয়াচ-টাওয়ার ও পার্শ্ববর্তী এলাকায় পর্যটক পরিবহনকারী হাউসবোটের চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি হাওরের পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনও কার্যক্রম থেকেও বিরত থাকতে হবে সবাইকে।
জেলার অন্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও জেলা প্রশাসনের নির্ধারিত নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, টাঙ্গুয়ার হাওর একটি পরিবেশগত সংকটাপন্ন অঞ্চল। এই এলাকায় পর্যটন অবশ্যই নিয়ন্ত্রিত হওয়া দরকার। গত ২০ বছরে হাওরের প্রায় ৭০ ভাগ জীববৈচিত্র্য হারিয়ে গেছে। যদিও এ বিষয়ে কোনও গবেষণা হয়নি। আমরা চাই, সরকার এ বিষয়ে নির্ভরযোগ্য গবেষণা করুক এবং হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নিক।
জেলা প্রশাসক (রুটিন) মোহাম্মদ রেজাউল করিম বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় জেলা প্রশাসন থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। যারা জেলা প্রশাসনের জারি করা নির্দেশ অমান্য করবে তাদের আইনের আওতায় আনা হবে।
বাংলাফ্লো/এসকে
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0