Logo

ট্রেনের ১৩ জুনের ফিরতি যাত্রা টিকিট বিক্রি হচ্ছে আজ

প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম দিতে হবে।

ফাইল ছবি

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে সাত দিনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।  

আজ ৩ জুন মঙ্গলবার বিক্রি শুরু হচ্ছে ১৩ জুনের অগ্রিম ফিরতি আন্তঃনগর ট্রেনের টিকিট।  

প্রতিটি যাত্রী একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম দিতে হবে। এই বিশেষ ব্যবস্থায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

আজ সকাল ৮টা থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিটের। বুধবার (৪ জুন) বিক্রি হবে ১৪ জুনের, এবং ১৫ জুনের টিকিট পাওয়া যাবে ৫ জুন।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0