Logo

ট্রান্সফার মার্কেট: রদ্রিগোর দিকে নজর আর্সেনালের

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রায় ৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের চুক্তিতে রদ্রিগোকে আর্সেনালে আনার পথ এখন আগের চেয়ে অনেকটাই উন্মুক্ত। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন এই উইঙ্গারকে দলে টানার উদ্দেশ্যে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: দীর্ঘ অপেক্ষার পরও প্রিমিয়ার লিগ শিরোপা অধরা থেকে গেছে আর্সেনালের। তাই নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগে নতুন মুখ চাইছেন কোচ মিকেল আর্তেতা। আর এ লক্ষ্যেই এবার তাঁরা নজর দিয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর দিকে।

ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, প্রায় ৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের চুক্তিতে রদ্রিগোকে আর্সেনালে আনার পথ এখন আগের চেয়ে অনেকটাই উন্মুক্ত। আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছেন এই উইঙ্গারকে দলে টানার উদ্দেশ্যে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে আর্সেনাল। আগের বছরের তুলনায় ২২ গোল কম করায় তাদের আক্রমণভাগ নিয়ে প্রশ্ন উঠেছে। মার্টিনেলির পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই, আর সাকা ও হাভার্টজের চোটে ভুগেছে দল। এমন প্রেক্ষাপটে একজন বিশ্বমানের লেফট উইঙ্গার খুঁজছে তারা। যদিও নিকো উইলিয়ামসের বার্সেলোনায় যোগ দেওয়ার সম্ভাবনা এবং এজে ইজের উচ্চ মূল্যের ক্লজ আর্সেনালকে নতুন পথ খুঁজতে বাধ্য করেছে।

এমন সময়ই আলোচনায় এসেছে রদ্রিগোর নাম। রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির আমলে নিয়মিত খেললেও জাভি আলোনসোর অধীনে জায়গা হারাচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ক্লাব বিশ্বকাপে প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকলেও পরে বেঞ্চেই কেটেছে সময়। আক্রমণভাগে এমবাপে, ভিনিসিয়ুস, বেলিংহ্যামদের পাশাপাশি রোদ্রিগোর জায়গা মিলছে না। আলোনসোর কৌশলে তার প্রয়োজনীয়তা নিয়েও উঠেছে প্রশ্ন।

রিয়ালও জানে, চার তারকাকে একসঙ্গে মাঠে রাখা সম্ভব নয়। মিডফিল্ডে তরুণ আরদা গুলারকে দলে বসিয়ে ভবিষ্যতের লুকা মদ্রিচ গড়ার পরিকল্পনা করছে তারা। একইসঙ্গে যুক্ত হয়েছে নতুন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো। সব মিলিয়ে রোদ্রিগো এখন ছিটকে পড়া নামগুলোর তালিকায়।

তবে রিয়াল মাদ্রিদ ও রদ্রিগোর পক্ষ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। গ্রীষ্মকালীন দলবদল জানালার শেষদিকে কী ঘটে, সেটিই হবে নির্ধারক। এদিকে আর্সেনালও অপেক্ষা করছে সঠিক সময়ের জন্য।

২০১৩ সালে মেসুত ওজিলকে রিয়াল মাদ্রিদ থেকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছিল আর্সেনাল। এবার রোদ্রিগোর ক্ষেত্রেও তেমন একটি চমক উপহার দিতে চাইছে তারা। সময়ই বলবে, এই চেষ্টায় শেষ পর্যন্ত সফল হতে পারে কি না উত্তরের লাল জার্সিধারীরা।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0