Logo

১ জন পুলিশসহ মেঘনায় ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি

হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

ছবি সংগৃহীত

জেলা প্রতিনিধি

নোয়াখালী: হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। শনিবার (৩১ মে) বিকেল পৌনে ৪টার দিকে ভাসানচর থেকে করিমবাজার উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় স্থানীয় জেলে, কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় ৩২ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভাসানচর থানায় কর্মরত এক পুলিশ সদস্যও রয়েছেন।

জানা যায়, হাতিয়ার ভাসানচর থেকে হরণি ইউনিয়নের করিম বাজার ঘাটের উদ্দেশে দুপুর ২টায় একটি ট্রলার ৩৯ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। করিম বাজার থেকে এক কিলোমিটার দূরে পৌঁছালে বৈরী আবহাওয়া ও মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ট্রলারটি সেখানে ডুবে যায়।

ট্রলারে থাকা অসুস্থ রোহিঙ্গা নাগরিক, ৩ পুলিশ সদস্য, এনজিও প্রতিনিধিসহ ৩৯ জনের মধ্যে এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ পুলিশ সদস্য হলেন- নায়েক সাইফুল ইসলাম।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক ট্রলারডুবি ও নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড নৌপুলিশ ও স্থানীয় জেলেরা এখন পর্যন্ত ৩২ জনকে উদ্ধার করেছে। বাকিদের উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।’

বাংলাফ্লো/এসকে

Leave a Comment

Comments 0