Logo

শেখ হাসিনার পক্ষে নতুন আইনজীবী নিয়োগ ট্রাইব্যুনালের

টিটুর পরিবর্তে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে নতুন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  বিরোধী মনোভাব প্রশ্নেরমুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননা মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমিনুল গণি টিটুকে সরিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

টিটুর পরিবর্তে আওয়ামীপন্থি আইনজীবী আমির হোসেনকে নতুন আইনজীবী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ সিদ্ধান্ত নেন।

এ সময় ট্রাইব্যুনালে আইনজীবী আমিনুল গণি টিটু উপস্থিত ছিলেন।

এর আগে আদালত অবমাননার মামলায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমিনুল গণি টিটুকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

তাকে নিয়োগ দেওয়ায় অনেকে সমালোচনা করেন। কারণ আইনজীবী আমিনুল গণি টিটু ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর তার ফাঁসি দাবি করে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0