বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: শেখ হাসিনার বিচার প্রক্রিয়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিটিভির মাধ্যমে রোববার সরাসরি সম্প্রচার করা হতে পারে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ জন্য প্রস্তুত করা হয়েছে ট্রাইব্যুনালের এজলাস কক্ষও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রচারের আগে অনুমতি নিতে হবে ট্রাইব্যুনালের।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। প্রথমে বিটিভির মাধ্যমে এই প্রক্রিয়া সম্প্রচার করা হবে। তবে আদালতের অনুমতি পেলে সামাজিক মাধ্যমেও শেখ হাসিনার বিচার সম্প্রচারে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার করা যাবেঅনুমতি সাপেক্ষে ট্রাইব্যুনালের বিচার সরাসরি সম্প্রচার করা যাবে
আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করতে সম্প্রতি ট্রাইব্যুনালের এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত করা হয়েছে।
এর আগে, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা নিশ্চিতে সরাসরি সম্প্রচারের বিধান যুক্ত করে ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়। ভারত, পাকিস্তানসহ বিশ্বের ২১ টি দেশে উচ্চ আদালতের বিচার সরাসরি সম্প্রচারের ব্যবস্থা আছে।
বাংলাফ্লো/এসও
Comments 0