Logo

তিস্তায় পানি বাড়ছে, খুলে দেয়া হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট

তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নদীপাড়ের চরাঞ্চলে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। নদীটির তীরে রয়েছে ৭৬টি চর, যেখানে হাজার হাজার মানুষ নিচু জমিতে বসবাস করেন।

ছবি সংগৃহীত

বাংলাফ্লো ডেস্ক

ঢাকা: উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে বাড়তে শুরু করেছে তিস্তার পানি পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

রবিবার (১ জুন ) সকাল ৯টায় তিস্তার পানি সমতল রেকর্ড করা হয়েছে ৫১.৮৬ মিটার (অটো গেজ), যা বিপৎসীমার মাত্র ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ৫২.১৫ মিটার)।

তিস্তার পানি বাড়তে থাকায় লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের নদীপাড়ের চরাঞ্চলে বন্যা আশঙ্কা তৈরি হয়েছে। নদীটির তীরে রয়েছে ৭৬টি চর, যেখানে হাজার হাজার মানুষ নিচু জমিতে বসবাস করেন। ফলে এসব এলাকায় দ্রুত প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দাবি সরাসরি বন্যার আশঙ্কা নেই তবুও স্থানীয়দের মাঝে শঙ্কা দেখা দিয়েছে।

হাতীবান্ধা উপজেলার চর ডাউয়াবাড়ী এলাকার আনোয়ার হোসেন বলেন, “বন্যা এলে সবকিছু শেষ হয়ে যায়। কয়েক ঘণ্টার মধ্যে মাঠের ফসল, গরু-ছাগল, বাড়ির জিনিস সব ভেসে যায়। এবারও ভয়ে আছি।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক নূরুল ইসলাম বলেন, “গত কয়েকদিন ধরে তিস্তার পানি বাড়ছে। তাই তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে।”

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0