স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশ ক্রিকেটের টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তী উপলক্ষ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছে (বিসিবি)। এই আয়োজনের অংশ হিসেবে আজ শনিবার রংপুরে গিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অন্যদিকে আজই কলোম্বো টেস্ট শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত।
শান্ত যে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন এ ব্যাপারে কিছুই জানতেন না বিসিবি সভাপতি বুলবুল। শান্তর নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বোর্ডের কিছু করার ছিল কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, 'বোর্ড প্রেসিডেন্ট একজন পরিচালক। এককভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয় না, যা সিদ্ধান্ত নেয়া হয় সেটা বোর্ডের একক সিদ্ধান্ত ও নীতিগত সিদ্ধান্ত।'
সব ফরম্যাটেই বাংলাদেশ সেরা হতে চায়। এ লক্ষ্যেই কাজ করবেন বিসিবি সভাপতি। তিনি বলছিলেন, 'দেখেন আমরা পৃথিবীর সেরা ১২ দলের ভেতরে, আমরা সব সময় সাত-আট-নয়-দশের মধ্যে থাকি। কেন আমরা এক নম্বর দল হতে পারবো না? কেন আমরা এক নম্বর টেস্ট দল হতে পারব না। কেন আমরা এক নম্বর টি-টোয়েন্টি দল হতে পারব না।'
'কেন এক নম্বর ওয়ানডে দল হতে পারবে না ছেলেরা এবং মেয়েরা। এটা শুধু সময়ের ব্যাপার, আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে। এই বাচ্চারা যে এখন স্বপ্ন দেখছে এই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়িত করতে পারি সেটা লক্ষ্য থাকবে।'-যোগ করেন বিসিবি সভাপতি।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0