স্পোর্টস ডেস্ক
ঢাকা: বার্সেলোনার ‘বিস্ময় বালক’ খ্যাত আনসু ফাতি আগামী মৌসুমে ধারে যোগ দিচ্ছেন ফরাসি ক্লাব মোনাকোতে। বুধবার দুই ক্লাবের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন।
ইএসপিএনের আগের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, আনসু ফাতি ও মোনাকোর মধ্যে প্রাথমিক আলোচনা চলছে। এবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো।
বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা বুধবার সাংবাদিকদের বলেন, ‘আনসু ফাতিকে নিয়ে ভালো খবর আসতে পারে এই সপ্তাহেই। সবকিছু ঠিকঠাক থাকলে সে মোনাকোতে যোগ দেবে।’
একসময় বার্সায় মেসির উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী ফাতি নিজেই মোনাকোতে খেলতে আগ্রহ প্রকাশ করেন। বার্সেলোনার হয়ে গত মৌসুমে মাত্র ১১টি ম্যাচ খেলেছেন তিনি।
তার আগের মৌসুমে ধারে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেন, যেখানে ২৭ ম্যাচে করেন মাত্র চার গোল।
প্রতিভাবান এই ফরোয়ার্ডের ক্যারিয়ার এখনও পর্যন্ত চোটে জর্জরিত। ২০১৯ সালে বার্সার মূল দলে সুযোগ পাওয়ার পর থেকে গত ছয় বছরে ক্লাবটির হয়ে খেলেছেন মাত্র ৮৬টি ম্যাচ।
ইএসপিএনের সূত্র জানায়, আনসু ফাতির ক্যারিয়ার নতুন করে গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ মোনাকো।
তার সঙ্গে একই সময় ক্লাবে যোগ দিচ্ছেন ফরাসি মিডফিল্ডার পল পগবাও, যিনি মোনাকোর সঙ্গে দুই বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0