স্পোর্টস ডেস্ক
ঢাকা: ২০২৫ সালের ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে জমে উঠছে প্রতিযোগিতা। চূড়ান্ত হয়েছে রাউন্ড অব ১৬-এর সূচি। তবে এরই মধ্যে বিদায় নিয়েছে দক্ষিণ আমেরিকার দুই জায়ান্ট—আর্জেন্টিনার রিভার প্লেট ও বোকা জুনিয়র্স, সঙ্গে ইউরোপিয়ান জায়ান্ট অ্যাতলেটিকো।
এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল রাউন্ড অব ১৬-এ জায়গা করে নেয়। এরপর একক ম্যাচের ভিত্তিতে নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। ম্যাচ নির্ধারিত সময়ে ড্র হলে অতিরিক্ত ৩০ মিনিট ও পরে টাইব্রেকার নির্ধারিত।
চলুন দেখে নিই শেষ ষোলোতে কে কার মুখোমুখি-
২৮ জুন, পালমেইরাস বনাম বোটাফোগো রাত ১০:০০টা ফিলাডেলফিয়া
২৯ জুন, বেনফিকা বনাম চেলসি রাত ২:০০টা শার্লট
২৯ জুন, পিএসজি বনাম ইন্টার মায়ামি রাত ১০:০০টা আটলান্টা
৩০ জুন, ফ্ল্যামেঙ্গো বনাম বায়ার্ন মিউনিখ রাত ২:০০টা মায়ামি
১ জুলাই, ইন্টার মিলান বনাম ফ্লুমিনেন্স রাত ১:০০টা শার্লট
১ জুলাই, ম্যানচেস্টার সিটি বনাম আল হিলাল সকাল ৭:০০টা অরল্যান্ডো
২ জুলাই, রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্টাস রাত ১:০০টা মায়ামি
২ জুলাই, বরুসিয়া ডর্টমুন্ড বনাম মন্টেরে সকাল ৭:০০টা আটলান্টা
এই প্রথম ৩২ দলের ব্যাপক পরিসরের ক্লাব বিশ্বকাপ। বিশ্বজুড়ে নজর এখন যুক্তরাষ্ট্রে, যেখানে ইউরোপ-দক্ষিণ আমেরিকা সহ এশিয়া ও উত্তর আমেরিকার সেরা ক্লাবগুলো মুখোমুখি হবে চূড়ান্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।
বাংলাফ্লো/এনআর
Comments 0