Logo

শ্রমিকদের বিক্ষোভ: শ্রম ভবনে ঢুকতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা

শ্রমিকরা জানান, সুনির্দিষ্ট কোনও ঘোষণা না পেলে কাউকে ঢুকতে দেবেন না।

ছবিঃ সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা:  রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে আন্দোলনরত শ্রমিকদের বাধায় শ্রম ভবনে প্রবেশ করতে পারছেন না সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৯ মে) সকাল থেকেই সেখানকার প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন দুই পোশাক কারখানা- স্টাইল ক্রাফট ও ইয়ং রয়েল বিডি’র কয়েকশ শ্রমিক। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন ও ঈদ বোনাসহ সব দাবি মেনে নেওয়ার আশ্বাস না পেলে কোনও কর্মকর্তাকে ঢুকতে দেবেন না। তবে টিএনজেড এর শ্রমিকরা সেখানকার আশপাশের সড়কে অবস্থান করলেও শ্রম কর্মকর্তাদের প্রবেশে তারা বাধা দিচ্ছেন না বলে জানান শ্রমিক নেতা শহীদুল ইসলাম।

তিনি বলেন, আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা দেখবেন। এরপর নতুন কর্মসূচি দেবেন। সারা দিন তাদের কোনও কর্মসূচি নেই।

সোমবার (১৯ মে) সকাল ৯টায় সেখানে গিয়ে দেখা গেছে, কয়েকজন কর্মকর্তা-কর্মচারী প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেন স্টাইল ক্রাফট ও ইয়ং রয়েল বিডি’র পোশাক শ্রমিকরা। তারা সকাল থেকেই শ্রম ভবনের প্রধান ফটকে নিজস্ব ব্যানার টানিয়ে পথরুদ্ধ করে বিক্ষোভ করেন।শ্রমিকরা জানান, সুনির্দিষ্ট কোনও ঘোষণা না পেলে কাউকে ঢুকতে দেবেন না।

এই দুইটি কারখানার শ্রমিক আন্দোলনে নেতৃত্বদানকারী আমির হোসেন এক সংবাদ মাধ্যমকে জানান, তাদের ১ হাজার ৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে গত ১০ মাস ধরে আন্দোলন করছেন। মালিকপক্ষ বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও কথা রাখেনি। তাই তারা বাধ্য হয়েই গত এক সপ্তাহ যাবত শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন। চূড়ান্ত আশ্বাস না পাওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না তারা।

বাংলাফ্লো/আফি

Leave a Comment

Comments 0