Logo

ছুটিতে নেইমারের সঙ্গে সময় কাটাচ্ছেন ইয়ামাল

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ১৭ বছর বয়সী ইয়ামাল ও ৩৩ বছর বয়সী নেইমার ফুটভলিতে অংশ নিচ্ছেন, গলফ কার্টে ঘুরে বেড়াচ্ছেন এবং একসঙ্গে সুইমিং পুলের ধারে আড্ডা দিচ্ছেন।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: ব্যস্ত এক ফুটবল মৌসুম শেষে ছুটির মধুর সময়টা নিজের ছেলেবেলার ‘আইডল’ নেইমারের সান্নিধ্যে কাটাচ্ছেন বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। ব্রাজিল সফরে গিয়ে দেশের ফুটবল কিংবদন্তি নেইমারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই তরুণ তারকা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলো যেন সেই বন্ধুত্বেরই প্রাণবন্ত প্রমাণ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ১৭ বছর বয়সী ইয়ামাল ও ৩৩ বছর বয়সী নেইমার ফুটভলিতে অংশ নিচ্ছেন, গলফ কার্টে ঘুরে বেড়াচ্ছেন এবং একসঙ্গে সুইমিং পুলের ধারে আড্ডা দিচ্ছেন। নেইমার নিজেই শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ইয়ামাল মন্তব্য করেছেন, ‘আমার ভাই’।

বার্সার হয়ে দুর্দান্ত মৌসুম শেষে এখন বিশ্রামে আছেন ইয়ামাল। ক্লাব বিশ্বকাপে অংশ নিতে না পারায় গ্রীষ্মটা পুরোপুরি নিজের মতো কাটানোর সুযোগ পেয়েছেন তিনি। এর আগে স্পেনের হয়ে ইউরোপিয়ান নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের বিপক্ষে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে তার ক্লাব-জাতীয় দলের ব্যস্ত মৌসুম।

ব্রাজিলের সাও পাওলো ও রিও ডি জেনেইরোতে সময় কাটানো ইয়ামাল সেখানে সার্ফিং চ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনার সঙ্গেও দেখা করেছেন। অন্যদিকে, নেইমার বর্তমানে ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে এবং ক্লাব বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের ঘরোয়া লিগ ‘ব্রাসিলেইরাও’ বন্ধ থাকায় তিনিও ছুটিতে রয়েছেন।

ইয়ামাল আগেই জানিয়েছিলেন, মেসিকে তিনি সর্বকালের সেরা মনে করলেও মাঠে সবচেয়ে বেশি উপভোগ করেছেন নেইমারকে। ‘আমি সাত বছর বয়সে প্রথম তাকে ক্যাম্প ন্যু-তে খেলতে দেখেছিলাম, এবং সেটি ছিল দুর্দান্ত এক অভিজ্ঞতা,’ সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন ইয়ামাল।

তিনি আরও জানান, ছোটবেলায় নেইমারের জার্সি গায়ে দিয়েই বড় হয়েছেন তিনি। ‘নেইমার সব সময় আমার আইডল ছিলেন। তিনি শুধুই তারকা নন, একজন ফুটবল কিংবদন্তি,’— বলেন ইয়ামাল।

বার্সার হয়ে সদ্যসমাপ্ত মৌসুমে ৫৫ ম্যাচে ১৮ গোল ও ২৫ অ্যাসিস্ট করে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন তিনি। তার এই পারফরম্যান্স তাকে ব্যালন ডি’অর আলোচনাতেও নিয়ে এসেছে। অনেকেই বলছেন, তিনি যেন মেসি ও নেইমারের এক অসাধারণ সংমিশ্রণ। এমনকি কোপা দেল রে ফাইনালের আগে চুল সোনালী রঙে রাঙানো নিয়েও নেইমার-অনুপ্রেরণার গুঞ্জন ছিল।

নেইমারের সঙ্গে এই বন্ধুত্ব ও সময় কাটানো যেন ইয়ামালের জন্য এক স্বপ্নপূরণ— যেখানে তিনি এখন নিজেই একজন ফুটবল আইকনের পথে এগিয়ে চলেছেন।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0