Logo

জন্মদিনে বার্সার ১০ নম্বর জার্সি পাবেন ইয়ামাল

কাতালান ক্লাবটি এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জানাচ্ছে।

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

ঢাকা: আনসু ফাতি যাচ্ছেন মোনাকোয়, খালি হচ্ছে বার্সেলোনার ১০ নম্বর জার্সি। যেটা গায়ে জড়াবেন লামিনে ইয়ামাল। কাতালান ক্লাবটি এ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জানাচ্ছে।

আইকনিক এ জার্সি নম্বর লিওনেল মেসিকে স্মরণ করিয়ে দেয়। কিন্তু শুধু মেসি নন, বিখ্যাত অনেক ফুটবলার বার্সেলোনার ১০ নম্বর জার্সি গায়ে তুলেছিলেন, যাদের মধ্যে রয়েছেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো, রোমারিও, রিস্টো স্টোইচকভ, হুয়ান রোমান রিকুয়েলমে, রিভালদো, জারি লিটমানেন, গিওর্গি হ্যাজি ও পেপ গার্দিওলার মতো তারকা।

লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর ২০২১ সালে আনসু ফাতিকে ১০ নম্বর জার্সি দেওয়া হয়েছিল। একসময় ২২ বছর বয়সী এ ফুটবলারকে মেসির সঙ্গে তুলনা করা হতো। ওই সময় ফাতির নৈপুণ্য ছিল অসাধারণ। কিন্তু গুরুতর ইনজুরি এবং ফর্ম হারানোর কারণে তিনি সে অবস্থা হারিয়েছেন।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো জানিয়েছে, বার্সেলোনার কর্মকর্তারা এরই মধ্যেই ১০ নম্বর জার্সি ইয়ামালকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ইয়ামাল বর্তমানে ১৯ নম্বর জার্সি পরেন। অতীতে ৪১ ও ২৭ নম্বর জার্সিও পরেছেন ১৭ বছর বয়সী এ তারকা। জার্সি পরিবর্তনের বিষয়টি ফাতির বিদায় নিশ্চিত হওয়ার পরই অভ্যন্তরীণভাবে চূড়ান্ত করা হবে। জনসমক্ষে ঘোষণা স্থগিত রাখা হতে পারে ইয়ামালের ১৮তম জন্মদিন, অর্থাৎ ১৩ জুলাই পর্যন্ত। বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতির প্রথম দিন ওটা। জন্মদিনেই ইয়ামালকে ১০ নম্বর জার্সি পরে প্রকাশ্যে দেখা যেতে পারে।

২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মেসি এ জার্সি পরেই নিজেকে সর্বকালের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। একটি নির্দিষ্ট প্রজন্মের ভক্তরা ক্লাবের কিংবদন্তি লাজলো কুবলা এবং লুইস সুয়ারেজকেও মনে রাখবেন, যারা ছিলেন ১৯৫০ ও ১৯৬০-এর দশকে ১০ নম্বর জার্সি পরা প্রভাবশালী খেলোয়াড়।

বাংলাফ্লো/এসও

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0