স্পোর্টস ডেস্ক
ঢাকা: বাংলাদেশের দাবায় ব্যতিক্রমধর্মী এক গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ুদের নিয়ে বিশ্বব্যাপী এমন টুর্নামেন্ট আয়োজন হয়ে আসছে। যেমন কিউবার বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু হোসে রাউল ক্যাপাব্লাঙ্কার স্মরণে প্রতি বছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবার বাংলাদেশেও প্রতি বছর আয়োজন করা হবে জিয়া মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবা টুর্নামেন্ট।
দেশের অন্যতম কিংবদন্তি প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে এই টুর্নামেন্ট আয়োজন করবেন তার স্ত্রী তাসনিম সুলতানা লাবণ্য। সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দাবা ফেডারেশন।
জিয়ার স্ত্রী লাবণ্য বলেছেন, ‘এবার ফেডারেশনে টুর্নামেন্ট করছি। ভবিষ্যতে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এটা ছড়িয়ে দিতে চাই। আমার ছেলের তেমনই ইচ্ছা।’
গত বছর ৫ জুলাই দাবা খেলতে খেলতে হার্ট অ্যাটাক হয়েছিল জিয়ার। দাবার বোর্ডের ওপরই পড়ে যান তিনি। এরপর হাসপাতালে নেওয়ার পর মারা যান জিয়া।
জিয়ার মৃত্যু দিন স্মরণে ৪ জুলাই শুরু হবে এই গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট। ভেন্যু বাংলাদেশ দাবা ফেডারেশন। চলবে ১২ জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতায় অংশ নেবেন ভারত, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, রাশিয়াসহ বিভিন্ন দেশের দাবাড়ু। যারা এক সময় জিয়ার ছাত্র ছিলেন। রয়েছেন জিয়ার অনেক বন্ধু।
দেশের কোনও প্রতিযোগিতায় এবারই প্রথম বড় অঙ্কের প্রাইজমানি থাকছে। এই টুর্নামেন্টের জন্য প্রাইজমানি ৫ লাখ টাকা।
খেলা হবে ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে। দেশের চার গ্র্যান্ডমাস্টারদের মধ্যে নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তার এরই মধ্যে নিশ্চিত করেছেন অংশগ্রহণ। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, জিয়ার ছেলে তাহসিন তাজওয়ারসহ দেশের সেরা দাবাড়ুরা অংশ নেবেন।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0