বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররম গেট এলাকায় দলটির এ বিক্ষোভ সমাবেশ চলছে।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার’ অভিযোগে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে। এনসিপি এই দাবি আদায়ে রাজপথে আছে এবং থাকবে।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা এক কর্মী বলেন, কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন, তা হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট এর পর আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না।
এর আগে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বায়তুল মোকাররমে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা।
বিকেল ৩টার কিছু আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল এসে সমাবেশে যোগ দেয়।
বাংলাফ্লো/এসএস
Comments 0