নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে বাসর ঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বরের মা ও নানী। তবে কনের কোনো ক্ষতি হয়নি।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাগাতিপাড়ার জয়ন্তীপুর এলাকার মিন্টু আলী শাহের বাড়িতে এ ঘটনা ঘটে। দয়ারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মিঠু বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ওই গ্রামের মিন্টু আলী শাহের ছেলে আরাফাত শাহের (২১) সঙ্গে নাটোরের লালপুরের ওয়ালিয়া ছোটময়না এলাকার আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল।
বৃহস্পতিবার রাতে প্রতিবেশী আব্দুল আওয়াল শাহ গানের উচ্চ শব্দের প্রতিবাদ করলে বরের বাবা মিন্টু সাউন্ড বক্সের ভলিউম কমিয়ে দেন। কিন্তু শুক্রবার রাতে আবারও উচ্চ শব্দে গান বাজানো হলে আব্দুল আওয়াল শাহ ও তার ছেলেসহ কয়েকজন বাসর ঘরে ঢুকে বর, তার মা, নানীসহ চারজনকে মারধর করে। এ সময় তারা বাসর ঘরের আসবাবপত্র ভাঙচুর করেন।
মিন্টু আলী শাহ স্থানীয় সাংবাদিকদের বলেন, “আব্দুল আওয়াল শাহ ও তার সঙ্গীরা হঠাৎ করে বাসর ঘরে ঢুকে আমার ছেলেকে মারধর করে। এরপর তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং অতিথিদের উদ্দেশ্যে বলে, ‘তোরা এখন গান বাজা, আমরা বাসর করবো।’”
তবে আব্দুল আওয়াল শাহ এই অভিযোগ অস্বীকার করে বলেন, “কয়েকদিন ধরে উচ্চ শব্দে গান বাজিয়ে এলাকাবাসীর ঘুম নষ্ট করা হচ্ছিল। আমরা তাদের গান বাজানো বন্ধ করতে বলেছি, কিন্তু কাউকে মারধর করা হয়নি।”
এ ঘটনায় শনিবার দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ১ নম্বর জয়ন্তীপুর ওয়ার্ডের ইউপি সদস্য মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “গান বাজানোকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। তবে ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। এখন সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।”