Logo

বনানীতে গাড়িচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধে তীব্র যানজট

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতদের সহকর্মীরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছেন, যার ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধে তীব্র যানজট

নিজস্ব প্রতিদেক: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে নিহতদের সহকর্মীরা সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে অবরোধ করে রেখেছেন, যার ফলে বনানী ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ী ইউ টার্নে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানাতে পারেনি পুলিশ। বনানী থানার দায়িত্বরত কর্মকর্তা কাজী জাহিদুর রহমান আবির ঘটনাটি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর গার্মেন্টস কর্মীরা বনানীর চেয়ারম্যানবাড়ীতে সড়কের দুই পাশ অবরোধ করে রাখেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এছাড়া, এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী নামার র‍্যাম্পও বন্ধ করে দেওয়ায় যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এর ফলে পুরো এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগের ফেইসবুক পেজে জানানো হয়েছে, দুর্ঘটনায় জড়িত গাড়ির তথ্য এখনো জানা যায়নি। গার্মেন্টস কর্মীদের অবরোধের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও যান চলাচল বন্ধ রয়েছে।

ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফিজুল ইসলাম সকাল ৯ টার দিকে জানান, দুর্ঘটনার পর থেকে রাস্তা বন্ধ রয়েছে। পুলিশ বিকল্প সড়ক দিয়ে যানবাহনগুলোকে গন্তব্যে পাঠানোর চেষ্টা করছে। এদিকে, যানজট কমাতে বনানী-কাকলী ক্রসিং এবং মহাখালীর আমতলীতে ডাইভারশন দেওয়া হয়েছে। গুলশান-২ ও গুলশান-১ হয়ে আমতলী দিয়ে ইনকামিং ও আউটগোয়িং যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।