Logo

চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানি: টাঙ্গাইলে চারজন গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ ঢাকা থেকে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে।

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ ঢাকা থেকে রাজশাহীগামী একটি চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ডাকাতির ঘটনায় লুট হওয়া নগদ টাকা ও কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি যোগ করেন।

গত সোমবার রাত ১১টায় ঢাকার গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসা ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে এ ঘটনা ঘটে। যাত্রীদের বর্ণনায় জানা যায়, রাত ১২টা ৩৫ মিনিটে বাসে ডাকাতি শুরু হয় এবং প্রায় তিন ঘণ্টা ধরে তা চলে। ডাকাতির পর একই স্থানে বাস ফিরিয়ে রাত ৩টা ৫২ মিনিটে ডাকাতেরা নেমে যায়। এরপর বাসের চালক, সহকারী ও সুপারভাইজার বিভিন্ন অজুহাত দেখাতে থাকে। তারা দাবি করে, বাসে তেল নেই। অবশেষে যাত্রীদের চাপের মুখে বাসটি রাজশাহীর উদ্দেশে রওনা হয়।

যাত্রীরা প্রথমে মামলা করার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানায় যান, কিন্তু সেখানে ওসি না থাকায় তাদের ফিরিয়ে দেওয়া হয়। পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে বাসটি নাটোরের বড়াইগ্রাম থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হয়। বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তাদের আদালতে পাঠানো হয় এবং সন্ধ্যায় আদালত তাদের জামিন মঞ্জুর করে।

এ ঘটনার তিন দিন পর শুক্রবার টাঙ্গাইলের মির্জাপুর থানায় বাসের যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশ এখন ঘটনার তদন্ত ও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করছে।