নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপরাধ ঘটেনি।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে 'মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে' নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, \আমরা ভিভিআইপি, ভিআইপিদের বিদায়ের পর ঢাকাবাসীকে শহীদ মিনারে আসার জন্য অনুরোধ করেছি। ১২টা ৪০ থেকে ১২টা ৪৫ এর মধ্যে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ অন্য ভিআইপির কার্যক্রম শেষ হবে। এরপর সব নাগরিকদের জন্য উন্মুক্ত হবে।\
কমিশনার আরো বলেন, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা ব্যবস্থা তিন-চার স্তরে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে চেকিং, এবং দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে যাতে কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে না পারে।
ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, \এখন পর্যন্ত কোনো বড় ঘটনা ঘটেনি। বিচ্ছিন্নভাবে মোবাইল ছিনতাই ছাড়া অন্য কোনো অপরাধ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং কোন সমস্যা নেই, ইনশাল্লাহ।\
উত্তরা এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, \ফেইসবুকে ভাইরাল হওয়া ঘটনার ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা সফলভাবে সেই পরিস্থিতি মোকাবিলা করেছি।\