নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিবি পুলিশ সেজে ফিল্মি স্টাইলে একটি বেসরকারি কোম্পানির ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি হয়েছে। অস্ত্রের মুখে ভুক্তভোগীদের জিম্মি করে টাকা লুট করে নিয়ে যায় ডাকাতরা। শনিবার (১৫ মার্চ) দুপুরে মহাসড়কের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার হওয়া দিবা এন্টারপ্রাইজ নামক কোম্পানির ম্যানেজার মো. নাজিম উদ্দিন একই রাতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, ঢাকার ভাটারা থানা এলাকার দিবা এন্টারপ্রাইজের ম্যানেজার মো. নাজিম উদ্দিন ও মাইক্রোবাস চালক মামুন শেখ (৪৫) শনিবার দুপুরে ঢাকার মতিঝিলের জীবন বিমা ভবনে অবস্থিত সিটি ব্যাংকের কর্পোরেট শাখা থেকে ১ কোটি ১০ লাখ টাকা উত্তোলন করেন। তারা টাকা নিয়ে চাঁদপুরের দিবা এন্টারপ্রাইজ শাখার উদ্দেশে রওনা দেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে সোনারগাঁ উপজেলার দড়িকান্দি ব্রিজ পার হওয়ার পর পেছন থেকে একটি সিলভার রঙের এক্সজিও ফিল্ডার গাড়ি তাদের মাইক্রোবাসের গতিরোধ করে। গাড়ি থেকে নামা ছয় সদস্যের ডাকাত গ্রুপ নিজেদের ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয় এবং গাড়ি তল্লাশির কথা বলে। এরপর তারা ভুক্তভোগীদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ বেঁধে ও হ্যান্ডকাফ পরিয়ে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। পরে অপরিচিত একটি স্থানে গাড়ি থামিয়ে কোম্পানির মাইক্রোবাসে থাকা দুটি ব্যাগের ১ কোটি ১০ লাখ টাকা এবং ভুক্তভোগীদের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়।
বাদী নাজিম উদ্দিনের বরাত দিয়ে জানানো হয়, ডাকাতরা প্রায় আড়াই ঘণ্টা ধরে তাদের বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, তাদের কোম্পানিতে বিকাশের লেনদেন করা যায়। মালিক বিদেশে থাকায় তার সই করা চেকের মাধ্যমে টাকা উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না এবং বিষয়টি খোঁজ নেওয়া হবে।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তদন্ত চলছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম বলেন, তিনি ঘটনাটির কথা শুনেছেন, তবে ছুটিতে থাকায় বিস্তারিত বলতে পারছেন না। তিনি বিষয়টি খোঁজ নেওয়ার কথা জানান।