Logo

দুই ঘণ্টায় ঢাকা মেডিকেলে ভর্তি ধর্ষণের শিকার ৪ শিশু-কিশোরী

রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু-কিশোরী ধর্ষণের শিকার হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও ও মুগদা এলাকায় পৃথক ঘটনায় চার শিশু-কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ওই চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, মুগদা এলাকায় তিনজন এবং খিলগাঁওয়ে একজন কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।

মুগদা এলাকার তিন কিশোরীর বয়স যথাক্রমে ১২, ১৩ ও ১৫ বছর। অন্যদিকে খিলগাঁওয়ে ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর। সকাল ১০টার দিকে প্রথম একজন, ১১টার দিকে দ্বিতীয়জন, সাড়ে ১১টার দিকে তৃতীয়জন এবং দুপুর ১২টার দিকে চতুর্থজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা চলছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস মাহমুদ জানান, ১৫ বছর বয়সী এক কিশোরীকে সকাল ১০টার দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। মুগদা থানার এসআই তৌহিদুল ইসলামও ১৫ বছর বয়সী আরেক কিশোরীকে হাসপাতালে নিয়ে আসেন। এছাড়া মুগদা থানার এসআই মো. শাফায়েত ১৩ বছর বয়সী এবং এসআই মো. আল আমিন ১২ বছর বয়সী দুই শিশুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করেন।

এই ঘটনাগুলো শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজে আরও কঠোর পদক্ষেপ ও সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছে। পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাগুলো তদন্ত ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে।