Logo

ঈদের সকালে চট্টগ্রামে বাস-মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের জঙ্গালিয়া মাজার গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী নিহত ও ১০ জন আহত হন।

সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া মিনিবাস। ছবি: ভিডিও থেকে নেওয়া

জেলা প্রতিনিধি

কক্সবাজার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) সকালে লোহাগাড়া উপজেলার জঙ্গালিয়া মাজার গেট এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

পুলিশ জানায়, নিহতরা হলেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা মো. রিফাত, মো. আরাফাত, মো. নাজিম, মো. গিয়াস এবং সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সিদ্দিক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, সকাল ৭টা ২৫ মিনিটের দিকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঈগল পরিবহনের একটি বাসের জঙ্গালিয়া মাজার গেট এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত পাঁচ যাত্রী নিহত ও ১০ জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন।

ওসি জানান, আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) আনার পর মৃত ঘোষণা করা হয়। আরও ১০ জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ দুটি বাস আটক করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি শুভ রঞ্জন চাকমা।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0