Logo

এপ্রিল মাসে ৩৬২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ

এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ৯৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যার ৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: দেশে এপ্রিল মাসে ৩৬২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে, যা গত মাসের তুলনায় ৬৬টি কম।

এপ্রিল মাসে ধর্ষণের ঘটনা ৯৩টি, সংঘবদ্ধ ধর্ষণ ২৫টি, ধর্ষণ ও হত্যার ৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন এপ্রিল, ২০২৫–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। ৩০ এপ্রিল এ প্রতিবেদন গণমাধ্যমে পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

প্রতিবেদনে বলা হয়, দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দৃঢ় পদক্ষেপ নেওয়ার কথা, তা দৃশ্যমান হচ্ছে না। এপ্রিল মাসে দেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা যেমন ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, আত্মহত্যা মার্চ মাসের তুলনায় কিছুটা কম হলেও ধারাবাহিকতা রয়েছে, এপ্রিল মাসে আত্মহত্যা কিছুটা কমলেও হত্যার ঘটনা বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এপ্রিল মাসে ধর্ষণের শিকার ৯৩ জনের মধ্যে ১২ জন শিশু, ৪৩ জন কিশোরী রয়েছে, অপরদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৪ জন শিশু, ৮ জন কিশোরী ও ৯ জন নারী এবং ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ৪ জন নারী। এ ছাড়া ধর্ষণের চেষ্টা ৩৩টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৪৭টি ঘটনা ঘটেছে। এসিড নিক্ষেপের কারণে আক্রান্ত হয়েছেন ১ জন নারী।

এছাড়া এপ্রিল মাসে ১২ জন কিশোরী ও ২৩ জন নারীসহ মোট ৩৫ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ৪ জন শিশু ও ৭ জন কিশোরী অপরদিকে ২ জন শিশু, ২ জন কিশোরী ও ১ জন নারী নিখোঁজ রয়েছেন।

এছাড়াও এপ্রিল মাসে ২ জন শিশু, ১ জন কিশোরী ও ৩ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৬৯ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ১৮ জন শিশু ও কিশোরী রয়েছেন। এপ্রিল মাসে ২টি শিশু ধর্ষণের ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে।

বাংলাফ্লো/এসবি

Leave a Comment

Comments 0