জেলা প্রতিনিধি
গাজীপুর: বাসন থানা এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) রাতেই তাদের ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এরই মধ্যে মৃত্যু হয়েছে একজনের। বাকি চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে প্রতিদিনের মতোই সব কাজ শেষ করে রাতের খাবার রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন বাড়ির নারী সদস্যরা। সঙ্গে ছিলেন দেড় বছর বয়সী আইয়ান এবং রান্নার কাজে সাহায্য করছিলেন ১০ বছর বয়সী তানজিলা। চুলায় আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই তাদের জীবনে নেমে আসে অন্ধকার । বিকট শব্দে বিষ্ফোরিত হয় গ্যাস সিলিন্ডার। মুহূর্তেই আগুন ধরে যায় সারা ঘরে। দগ্ধ হয় রান্না ঘরে থাকা ৫ জন।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরই মধ্যেই আগুনে দগ্ধ হয়ে মারা জান ৩০ বছর বয়সী সীমা। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে পরিবারটিতে। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আকাশ বাতাশ।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক বলছেন, গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
এমন দুঃস্বপ্নের রাত যেনো কারো জীবনে না আসে এমনটাই চাওয়া বিষ্ফোরণে দগ্ধ পরিবারের স্বজনদের।
বাংলাফ্লো/এসকে
Comments 0