Logo

হবিগঞ্জে শিশু ধর্ষণ: খবর শুনে বাবার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এদিকে ধর্ষণের খবর শুনে শিশুটির বাবা মারা গেছেন।

ঘটনাটি ঘটেছে রোববার বানিয়াচংয়ের দক্ষিণ যাত্রাপাশা বনমথুরা গ্রামে। শিশুটিকে ধর্ষণের পর উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, শিশুটিকে ১০ টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। ঘটনায় স্থানীয় দুই কিশোর নোফায়েল মিয়া (১৭) ও শামীম মিয়া (১৫)কে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শিশুটির মামা মুমিন মিয়া জানান, শিশুটির বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ধর্ষণের খবর শোনার পর তার অবস্থার অবনতি হয় এবং সোমবার সকালে তিনি মারা যান।

এ ঘটনায় শিশুটির নানি বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

শিশু ধর্ষণের এই ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।