অনলাইন ডেস্ক: মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে। ব্যবহারকারীদের কাছে অ্যাপটিকে আরও আকর্ষণীয় করতে এবার ভিডিও কলিংয়ে নতুন ফিচার আনছে সংস্থাটি। যা নিরাপত্তা আরও জোরদার করবে বলে জানা গেছে। আপনি নিশ্চয় ভাবছেন কী এই ফিচার? চলুন, তবে জেনে নেওয়া যাক।
ভিডিও কলিংয়ে যে পরিবর্তন আসছে
এবার ভিডিও কলিংয়ে ক্যামেরার পরিবর্তন আনছে অ্যাপটি। এই পরিবর্তনের ফলে কল রিসিভ করার আগে আপনাকেই অন করতে হবে ফোনের ফ্রন্ট ক্যামেরা। ব্যাপারটা ঠিক কী, বুঝে উঠতে পারছেন না?
বর্তমানে হোয়াটসঅ্যাপে কেউ ভিডিও কল করলে স্ক্রিনে কলটি গ্রহণ করা বা কেটে দেওয়ার অপশন ভেসে ওঠে। কিন্তু ক্যামেরাটি অন থাকে। তবে নতুন এই ফিচারে নিজেকেই অন করতে হবে ক্যামেরা।
বর্তমান সময়ে ছোট থেকে বড় সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। প্রতারকরাও প্রতারণার জন্য এই মাধ্যমটিকে বেছে নিয়েছেন। এছাড়া না বুঝেই অনেকে ভিডিও কল রিসিভ করে বিপদে পড়েন।
কিন্তু নতুন ফিচার চালু হলে এই সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছে সংস্থা। জানা গেছে, পরবর্তী আপডেটেই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।
তবে এই প্রথম নয়। মাঝে মধ্যেই ব্যবহারকারীদের স্বার্থে নতুন নতুন ফিচার নিয়ে হাজির হয় জুকারবার্গের সংস্থা। সম্প্রতি এই প্ল্যাটফরমে যুক্ত হয়েছে অডিও মেসেজ ট্রান্সলেশন অপশন।
আগেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু হয়েছিল। এখন সবাই এই ফিচারের সুবিধা পাচ্ছেন। স্পিচ রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে অডিও মেসেজ লিখিত টেক্সটের চেহারা দিচ্ছে নতুন ফিচারে। কেবল ইংরেজি নয়, অন্য ভাষাতেও টেক্সট করা যাচ্ছে।
সূত্র: সংবাদ প্রতিদিন
জেবি