জেলা প্রতিনিধি
কক্সবাজার: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দেশে আর কোনো গুমের ঘটনা ঘটেনি। গত ৯ মাসে পুলিশের পক্ষ থেকে একটি মিথ্যা মামলাও দায়ের করা হয়নি বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (১১ মে) কক্সবাজার শহরের একটি হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল)’ পর্যালোচনা কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আমি সরকারের নয়, রাষ্ট্রের পক্ষে কাজ করি। অন্যায়ের বিরুদ্ধে কাজ করাই আমার দায়িত্ব। দেশে আগে গুমের সংস্কৃতি ছিল। শুধু তাই নয়, গত কয়েক বছরে সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গায়েবি মামলার বিষয়ে এনজিওদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন,এনজিও এবং তাদের ব্যক্তিরা অনেক কথা বলেন, কিন্তু প্রয়োজনের সময় সোচ্চার হন না। সমাজ পরিবর্তনে সক্রিয় অংশগ্রহণ ও দায়বদ্ধতা জরুরি।
বিএনপি সরকারের আমলে গণগ্রেপ্তারের বিরুদ্ধে কিছু এনজিওর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির দাবি অনুযায়ী, তাদের শাসনামলে ৬০ লাখ গায়েবি মামলা হয়েছে, যার ৯৯ শতাংশের বাদী পুলিশ। মৃত ব্যক্তি, বিদেশে অবস্থানরত ব্যক্তিকেও আসামি করা হয়েছে। এখনো এমন কিছু ঘটছে। এনজিওগুলোকে এসব বিষয়ে আরও সোচ্চার হতে হবে।
কর্মশালার সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মুজিবুর রহমান মিয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকা, এএলআরডি নির্বাহী পরিচালক শামসুল হুদা এবং বেলার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাসলিমা ইসলাম।
বেসরকারি সংস্থা বেলা ও এএলআরডি আয়োজিত এই কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্টের আইনজীবী ও এনজিও প্রতিনিধিরা।
বাংলাফ্লো/এসএস
Comments 0