ডেস্ক রিপোর্ট: জি-মেইলের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে গুগল। ব্যবহারকারীরা এখন থেকে পাসওয়ার্ড ভুলে গেলে কিউআর কোড স্ক্যান করে লগইন করতে পারবেন। গত বছরের শেষ দিকে এসএমএস ভিত্তিক লগইন ভেরিফিকেশন পদ্ধতি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল। নতুন এই পদ্ধতিতে মোবাইল নম্বরে ওটিপি পাঠানোর বদলে স্ক্রিনে কিউআর কোড দেখানো হবে, যা স্ক্যান করলেই ভেরিফিকেশন সম্পন্ন হবে।
গুগলের নিরাপত্তা ও গোপনীয়তা বিষয়ক জনসংযোগ প্রধান রস রিচেনড্রেফার জানিয়েছেন, ফিশিং হামলা ও সিম-স্ব্যাপিংয়ের ঝুঁকি এড়াতে এই পরিবর্তন আনা হচ্ছে। বর্তমানে চালু ‘টু ফ্যাক্টর অথেন্টিকেশন’ পদ্ধতিতে এসএমএসের মাধ্যমে ৬ সংখ্যার কোড পাঠানো হয়, যা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। নতুন কিউআর কোড পদ্ধতি ব্যবহারকারীদের জন্য আরও নিরাপদ হবে বলে জানানো হয়েছে।