কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত এক মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের শহীদ সরণীস্থ কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক তারেকুর রহমান প্রকাশ সোইল্যা তারেক (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার বাসিন্দা।
ভুক্তভোগী নারী মার্কিন নাগরিক, যিনি স্বামীর সঙ্গে কক্সবাজারে থাকেন। তার স্বামী আন্তর্জাতিক সংস্থা ইউএন ওমেনের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন জানান, ঘটনার সময় মার্কিন নারী তার সহকর্মীসহ ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় তারেক তাকে গতিরোধ করে শারীরিকভাবে হয়রানি করেন। ঘটনার পর নারীটি পুলিশে অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযুক্ত তারেককে চিহ্নিত করে অভিযান চালায় এবং সোমবার বিকেল চারটার দিকে ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ তারেকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে।
গ্রেপ্তারকৃত তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ছিল। সে মামলায় জামিনে মুক্ত হওয়ার পর এবার নতুন অভিযোগে তারেক গ্রেপ্তার হয়েছেন। পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনায় অন্যান্য জড়িত ব্যক্তিদের খুঁজছে।